New Update
/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বাগুইআটিতে (Baguiati) বার ডান্সারের রহস্যমৃত্যু। মৃতদেহের গলায় মিলেছে গুরুতর আঘাত ! অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেহ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ফ্ল্যাটে বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল। সেখানে ছিলেন শুধু ওই বার ডান্সার ও তাঁর বন্ধু । সকালে খাটের উপর থেকে উদ্ধার হয় দেহ। গলায় আঘাতের চিহ্ন। খুন না আত্মহত্যা ? মৃতার বন্ধুকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনার তদন্ত করছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us