/anm-bengali/media/media_files/uvQM4eyZJkxPR97ZHP1A.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার অশান্ত হয়ে উঠল মধ্যপ্রদেশ। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার জবলপুরে কংগ্রেস অফিসে ভাঙচুর চালায় বজরং দলের (Bajrang Dal) কর্মীরা, এমনই অভিযোগ উঠেছে কংগ্রেস (Congress)। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি কংগ্রেস ঘোষণা করেছে যে কর্ণাটকে সরকার গঠন করলে বজরং দলকে নিষিদ্ধ করবে কংগ্রেস দল। এদিকে কংগ্রেসের এহেন ঘোষণার পরেই হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদ ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ছে। মধ্যপ্রদেশের জবলপুরে বজরং দলের কর্মীরা আজ হট্টগোল শুরু করেন। বজরং দলের কর্মীরা একটি মিছিল বের করে জেলা কংগ্রেস অফিস ঘেরাও করে। কংগ্রেস অফিসের সামনে তীব্র প্রতিবাদ জানান তাঁরা। এ সময় কংগ্রেস অফিসও ভাঙচুর করা হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে। দেখুন ভিডিও...
#WATCH | Madhya Pradesh: Banjrang Dal workers vandalise Congress office in Jabalpur. pic.twitter.com/BFU0LaPZPP
— ANI (@ANI) May 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)