New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ডালখোলা, নাকাশিপাড়ার পর দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। আবার পুকুর থেকে মিলল 'জনগণের রায়'। পুকুর থেকে উদ্ধার করা হল চারটি ব্যালট বাক্স। সেই সঙ্গে পাওয়া গেছে ব্যালট পেপারও। জয়নগরের বকুলতলায় একটি পুকুর থেকে পাওয়া গেছে এই ব্যালট বাক্স এবং গোছা গোছা ব্যালট পেপার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us