New Update
/anm-bengali/media/media_files/2025/05/07/VVULSwbKH3GtpKdkJhmg.png)
নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়েছে ভারতীয় সেনা। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলটিকেই টার্গেট করার পেছনে রয়েছে একাধিক কৌশলগত কারণ।
/anm-bengali/media/media_files/2025/05/10/tEgOggxAMgyC1Tk6S11j.jpg)
সূত্র বলছে, বাহাওয়ালপুর হল সেই জায়গা, যেখানে গড়ে উঠেছিল জইশ-ই-মহম্মদের ঘাঁটি। এখানেই ১৯৯৯ সালের আইসি-৮১৪ বিমানের অপহরণের মাস্টারমাইন্ড মাসুদ আজহার এই জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করে। এই অঞ্চল থেকেই বহু আত্মঘাতী জঙ্গিকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছিল জম্মু ও কাশ্মীরে হামলার উদ্দেশ্যে।
ভারতীয় গোয়েন্দাদের মতে, বাহাওয়ালপুর বহু বছর ধরেই বিভিন্ন বড় সন্ত্রাসবাদী হামলার মূল উৎসস্থল। তাই এবার কৌশলগতভাবে এই জঙ্গি ঘাঁটি বেছে নেওয়া হয়েছে পাল্টা পদক্ষেপের জন্য। ভারত পরিষ্কার জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা কোনও আপস করবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us