/anm-bengali/media/media_files/2SUIid65isfz4J81c4IG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বদলাপুরে যৌন হেনস্থার অভিযোগ হাইকোর্টকে বলা হয়েছেসব দিক থেকে তদন্ত শুরু হয়েছেকোথাও কোনো ভুল হবে না। আদালত জানতে চায়মামলাটি পকসোর আওতায় নথিভুক্ত করা হয়েছে কিনা।
অ্যাডভোকেট জেনারেল বীরেন সরাফ হ্যাঁ বলেন এবং সেই সময় একজন মহিলা অফিসার উপস্থিত ছিলেন। আদালত জানতে চায়জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়েছে কিনা। দুই নাবালিকার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পর্যালোচনার পর সিট পুরো রিপোর্ট আদালতে জমা দেবে বলে জানিয়েছেন আইনজীবী সরাফ। আদালত মেয়েদের স্কুলে অভিযোগ জানাতে বলে। সরাফ বলছেনএফআইআর থেকে এমনটাই মনে হচ্ছে। আপনি কি স্কুলের বিরুদ্ধে কোন মামলা করেছেনপকসোতে অপরাধের রিপোর্ট না করার জন্য স্কুলের সংশ্লিষ্ট আধিকারিককে পক্ষ করার বিধান রয়েছে, জানিয়েছে আদালত।
Badlapur alleged sexual assault case | The High Court was told that the investigation has started from every angle, and there will be no mistake anywhere. The court asked if the case was registered under POCSO. Advocate General Biren Saraf said yes, and a woman officer was…
— ANI (@ANI) August 22, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us