New Update
/anm-bengali/media/media_files/dMhKOESFt9y3laS6JmoU.jpg)
অয়ন শীল
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের ছেলে অভিষেকের বন্ধবী ইমন গাঙ্গুলীকে এবার তলব ইডির। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নেমে অয়নের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। অয়নের নামে-বেনামে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এমনকি ১৬টি ফ্ল্যাটেরও হদিশ মিলেছে। দুর্নীতির কিনারা করতে এবার তলব করা হল অয়নের ছেলের বান্ধবীকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us