Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/dMhKOESFt9y3laS6JmoU.jpg)
নিজস্ব সংবাদদাতা: ছেলের বান্ধবীর নামে ১ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত অয়ন শীল (Ayan Shil)। দক্ষিণ কলকাতাতেও (South Kolkata) ছেলের বান্ধবীর নামে সম্পত্তি কেনেন অয়ন, এমনই তথ্য সামনে এলো। অয়ন শীলের ছেলে অভিষেকের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে (Iman Gangopadhyay) জেরা করে ইডি (ED) পেয়েছে বেশ কিছু তথ্য। বিভিন্ন সময়ে নাকি অয়ন শীল তাঁকে দিয়ে নানা নথিতে সই করিয়েছেন বলে দাবি করেছেন ইমন। ইডির জিজ্ঞাসাবাদের সময়ে ইমনের দাবি কী কারণে ফ্ল্যাট কেনা হয়েছে সেটা তাঁর অজানা। ইমনের নামে-বেনামেও একাধিক সম্পত্তি (Buying Property) কেনা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে যে টাকা ফেরত দিতে আগ্রহী অয়নের ছেলের বান্ধবী ইমন।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us