/anm-bengali/media/media_files/vNwnDy1FYAW1pr0Q5xad.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ইউক্রেনের ডিনিপ্রোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনার পর ডিনিপ্রোর আঞ্চলিক কাউন্সিলের প্রধান মাইকোলা লুকাশুক জানিয়েছেন,এই হামলার জেরে আট জন চিকিৎসক ও দুই শিশুসহ ৩৫জন আহত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৩ জন। লুকাশুক বলেন, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ হামলার জেরে ডিনিপ্রোতে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই ওই অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।