/anm-bengali/media/media_files/6zCWYQLOYv0pnFSQq5nN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলনের জেরেআজ পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরেই দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলছে গোটা বাংলাদেশ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং এক্স হ্যান্ডেলে বাংলাদেশের বিভিন্ন খবর ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে বাংলাদেশের বিভিন্ন হিন্দু বাড়িঘরে হামলার খবর দেখা যাচ্ছে। তবে খবর গুলো কতটা সত্য তা বলা বাহুল্য।
সোশ্যাল মিডিয়ার তরফে জানা যাচ্ছে, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলগুলিতে থাকা বৌদ্ধ, ক্রিস্টান, হিন্দুদের বাড়িঘরে ইতিমধ্যেই হামলা চালানো হয়েছে। তাদের সুরক্ষার জন্য প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। চট্টগ্রাম হাজারী গলি শ্রীকৃষ্ণ মন্দিরের কাছে ভাঙচুরের দৃশ্য নজরে এসেছে। দেখুন সেই ভিডিও-
Chittagong Hajari Goli Sri Krishna Temple... #SaveBangladeshiHindus
— Voice Of Bangladeshi Hindus 🇧🇩 (@hindu8789) August 5, 2024
Video :-5 pic.twitter.com/S97GyuiMpM
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us