ভয়ঙ্কর ঘটনা! একসঙ্গে পদপিষ্ট ৮৫ জন

ত্রাণ বিলি করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ল ইয়েমেন।ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। জখম আরও কয়েকশো। জানা গেছে, রমজান মাসের শেষে আসন্ন ঈদ উপলক্ষে চলছিল ত্রাণসামগ্রী বিতরণ।

author-image
New Update
yeman

নিজস্ব সংবাদদাতা:  ত্রাণ বিলি করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ল ইয়েমেন।ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। জখম আরও কয়েকশো। জানা  গেছে,  রমজান মাসের শেষে আসন্ন ঈদ  উপলক্ষে চলছিল ত্রাণসামগ্রী বিতরণ। খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। সেখানেই প্রবল ধাক্কাধাক্কি হয়। পদপিষ্ট হন বহু মানুষ। কয়েক দশকে এত বড়  পদপিষ্ট বিপর্যয় ঘটেনি সে দেশে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।