২৭ জন যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস! তারপর...

এদিন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগরের ডাক বাংলোর কাছে একটি মিনি বাস উল্টে অন্তত ২৭ জন যাত্রী আহত হয়েছেন। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে রামনগরের উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

author-image
SWETA MITRA
New Update
accident j&k.jpg

উধমপুরে ২৭ জনকে নিয়ে উল্টে গেল বাস

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীর (J&K)-এ মঙ্গলবার ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এদিন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগরের ডাক বাংলোর কাছে একটি মিনি বাস উল্টে অন্তত ২৭ জন যাত্রী আহত হয়েছেন। উধমপুর পুলিশের তরফে জানানো হয়েছে, বাসটি রামনগর থেকে সুরনির দিকে যাচ্ছিল। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে রামনগরের উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।