নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ে রক্তাক্ত হামলার ঘটনার পরে ফের কড়া প্রতিক্রিয়ার পথে হাঁটার পক্ষেই সওয়াল করলেন প্রাক্তন বায়ু সেনা প্রধান অরূপ রাহা। তিনি সরাসরি দাবি করেন, পাকিস্তান-প্রেরিত জঙ্গিদের বিরুদ্ধে এবারও সামরিক অভিযান চালানো উচিত ভারতের। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত ইতিমধ্যেই প্রমাণ করেছে যে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক লড়াই সম্ভব। উরি ও পুলওয়ামার পর আমরা যেমনভাবে প্রত্যাঘাত করেছিলাম, এবারও তেমনই জবাব দেওয়ার সময় এসেছে।”
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)
তিনি আরও বলেন, “এটা এখন সময়ের দাবি। আমাদের শত্রুরা যেন বুঝতে পারে, তারা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। অপারেশন কবে এবং কীভাবে হবে, সেটা আমি এখন বলার অবস্থানে নেই। তবে এটুকু বলতে পারি, বালাকোট ও উরিতে যেমন অভিযান করেছি, ভবিষ্যতেও করতে পারি। আমরা এতে অভ্যস্ত, এবং যদি দরকার পড়ে, তখন আবার করতে পিছপা হব না।”
প্রাক্তন বায়ু সেনা প্রধানের মন্তব্যে স্পষ্ট, সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটি ধ্বংসে ফের কোনও বড় পদক্ষেপ নিতে পারে ভারত।