/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ১০-১১ মে রাতের ঘটনার পর সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পশ্চিম সীমান্তে সেনা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তিনি। যুদ্ধবিরতির পরেও পাকিস্তানের তরফে একাধিকবার আকাশসীমা লঙ্ঘন ও অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে, প্রতিক্রিয়ার রূপরেখা তৈরি করতেই এই বৈঠক।
/anm-bengali/media/media_files/2025/05/10/tEgOggxAMgyC1Tk6S11j.jpg)
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ১০ মে ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (DGMO)-এর আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছিল, তা অমান্য করা হলে ‘কাইনেটিক রেসপন্স’-এর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সীমান্তের সেনা কমান্ডারদের। অর্থাৎ পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেওয়ার ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন সেনাপ্রধান।
এই সিদ্ধান্তে স্পষ্ট, ভারত আর ধৈর্য ধরবে না। সীমান্তে উত্তেজনা বাড়লে তার জবাবও মিলবে উপযুক্ত ভাষায়। পরিস্থিতির ওপর নজর রাখছে সেনা সদর দফতর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us