New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হঠাতই কেন্দ্রীয় ক্যাবিনেটে রদবদল ঘটল। কিরেণ রিজিজুর (Kiren Rijiju) স্থলাভিষিক্ত হলেন অর্জুন রাম মেঘওয়াল। জানা গিয়েছে, কিরেণ রিজিজুকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মন্ত্রীদের মধ্যে পোর্টফোলিও পুনর্বণ্টনের ঘোষণা করা হয়েছে। ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব এখন কিরেণ রিজিজুকে দেওয়া হয়েছে। অন্যদিকে কিরেণ রিজিজুর জায়গায় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে তাঁর বিদ্যমান পোর্টফোলিও ছাড়াও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
Arjun Ram Meghwal replaces Kiren Rijiju as the Law Minister. Rijijiu assigned the Ministry of Earth Sciences pic.twitter.com/0chlEZG9un
— ANI (@ANI) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us