New Update
/anm-bengali/media/media_files/wn2mJe0fDxJyVEszBi4D.jpg)
নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণকাণ্ড থেকে শিক্ষা নিয়ে জেলায় জেলায় নিষিদ্ধ বাজি উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ। সেই ভাবে এবার নদিয়ায় মিললো বেআইনি বাজির হদিশ। শুক্রবার দুপুরে নবদ্বীপ থানার আইসির নেতৃত্বে চলে বাজি দোকানে অভিযান। বড় বাজার সংলগ্ন একটি বাজির দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় নিষিদ্ধ শব্দ বাজি। রাধাবাজার সংলগ্ন এলাকায় আরও একটি বাজির দোকানে পুলিশ পৌঁছতেই অসঙ্গতি লক্ষ্য করা যায় মালিকের কথা বার্তায়। এদিন নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us