New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
ব্রেকিং
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়ার। প্রকাশ্যে গুণধরের কীর্তি। নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বহিষ্কৃত দুই তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করতেন এই গুণধর। ২৬ জন চাকরিপ্রার্থীর থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা তোলেন বলে অভিযোগ। টাকা দেন শান্তনুকে। কেন্দ্রীয় এজেন্সির তলবে গুণধর হাজির হয়েছে সিজিও কমপ্লেক্সে। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us