/anm-bengali/media/media_files/TJMbWXsmhHjbdW6I51O9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অমৃতপাল সিংকে নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। রাজনীতি ভুলে অমৃতপাল সিং (Amritpal Singh) ইস্যুতে পাঞ্জাব সরকারের পাশে আছে কেন্দ্রের মোদী সরকার বলে জানিয়ে দিলেন অনুরাগ ঠাকুর। অমৃতপাল ইস্যুতে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে একাধিকবার। এমনকি পাঞ্জাবকে নিয়ে রাজনীতি করছে মোদী সরকার বলে দাবি করেছিল বিরোধীরা। যদিও সে সব সত্য নয় বলে দাবি করেছেন মোদীর ক্যাবিনেটের মন্ত্রী অনুরাগ ঠাকুর। আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কিছু বিষয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। পাঞ্জাব ও পাঞ্জাবিদের নিরাপত্তা নিয়ে বিজেপি কখনও রাজনীতি করেনি। আমরা পাঞ্জাব সরকারের সাথে সহযোগিতার কথা বলেছি এবং আমরা তা করছি। পাঞ্জাবের পরিবেশকে প্রভাবিত করে এমন কোনও অসামাজিক পদক্ষেপকে কেউ সহ্য করবে না।" দেখুন ভিডিও...
#WATCH | When asked about Amritpal Singh, Union Minister Anurag Thakur says, "Some matters are related to security. BJP has never done politics over the security of Punjab & Punjabis. We spoke of cooperation with Punjab Govt and we are doing it. Nobody will tolerate any… pic.twitter.com/M8RIKGFiNX
— ANI (@ANI) April 30, 2023