/anm-bengali/media/media_files/p4FyfRA6QY5Haxo6j5LC.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত মণিপুর। শুক্রবার সেনাবাহিনী এবং আসাম রাইফেলস মণিপুর জুড়ে আধিপত্য জোরদার করেছে। ইম্ফল পূর্ব ও চুড়াচাঁদপুরে উভয় দলই দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বর্তমানে মণিপুরে অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য , লাগাতার এই ঘটনার জেরে বেশ আতঙ্কিত মণিপুরের বাসিন্দারা।
Manipur | Army & Assam Rifles have intensified domination across Manipur. Both teams in Imphal East & Churachandpur prevented firing incidents between the two communities. Armed miscreants fired & ran towards higher reaches. No casualties. Operations underway: Indian Army
— ANI (@ANI) May 26, 2023