ভয়াবহ বিস্ফোরণ ! জারি সতর্কতা

মারিউপোলে ভয়াবহ বিস্ফোরণ । ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
blast 3

নিজস্ব সংবাদদাতাঃ রুশ অধিকৃত মারিউপোলে ফের ভয়াবহ বিস্ফোরণ হয়।  এই বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।  জানা গেছে , আচমকাই বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ৫জন।  মারিউপোলে  এই বিস্ফোরণ কারা ঘটাল তা এখনও পর্যন্ত জানা যায়নি ।  তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।  ইতিমধ্যেই মারিউপোলে শুরু হয়েছে উদ্ধারকার্য।  এই বিস্ফোরণ নিয়ে এখনও পর্যন্ত কোন  মন্তব্য করেনি ইউক্রেন।  উল্লেখ্য, লাগাতার রাশিয়ায় বিস্ফোরণের জেরে বেশ  চিন্তায় পড়েছে প্রশাসন।