/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাবের অমৃতসরে বড়সড় সাফল্য পেল কমিশনারেট পুলিশ। তুরস্কে থাকা চিহ্নিত মাদক পাচারকারী নাভপ্রীত সিং ওরফে নব ভুল্লার সঙ্গে যুক্ত একটি ড্রাগ চক্রকে ভেঙে দিল পুলিশ। শুধু মাদক চক্রই নয়, সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে তাদের হাওয়ালা লেনদেনের জালও।
/anm-bengali/media/media_files/2025/03/16/UJtXJ7hGo6td3LRwX71q.jpg)
অমৃতসর পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন, এই অভিযানে ধরা পড়েছে তিন অভিযুক্ত—গুরদীপ সিং, প্রদীপ শর্মা ও মণি শর্মা। গুরদীপ ছিল মূল অপারেটর, সে স্থানীয়ভাবে নব ভুল্লারের মাদক ব্যবসা চালাত।
অভিযানের সময় পুলিশ উদ্ধার করেছে ১.০১ কেজি হেরোইন, একটি গাড়ি, নগদ ৮৪.০২ লক্ষ টাকা এবং ২২ লক্ষ টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। হাওয়ালার লেনদেনেও যে পরিমাণ টাকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হয়েছে একটি নোট গোনার মেশিনও।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
এই সাফল্যের ফলে তুরস্ক-যোগে ভারতে সক্রিয় এক বড় মাদক চক্র ও তাদের আর্থিক নেটওয়ার্কে বড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us