/anm-bengali/media/media_files/cnb38TjjBuenBt15Y08k.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এহেন সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। এমনকি মমতাকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সিনেমার পরিচালক থেকে শুরু করে বঙ্গ বিজেপির (BJP) নেতারা। এদিকে বিজেপি নেতা তরুণ চুগ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন 'দ্য কেরালা স্টোরি' নিয়ে। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রতিটি জাতীয়তাবাদী কাজে বাধা সৃষ্টি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আধুনিক যুগের জিন্নাহ। কারণ ভারতের প্রবৃদ্ধি নিয়ে মমতার সমস্যা রয়েছে এবং দেশের সব কিছুতেই তাঁর আপত্তি তোলা স্বভাব হয়ে দাঁড়িয়েছে।' শুনুন বিজেপি নেতার বক্তব্য...
#WATCH | Mamata Banerjee creates hindrances in every nationalist work in the country. She is modern-day Jinnah as she has problems with India's growth & objection to everything in the country: BJP leader Tarun Chugh on 'The Kerala Story' banned by WB Govt pic.twitter.com/Lh38LJakGm
— ANI (@ANI) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us