ফের চলন্ত বাসে আগুন— ৬০ যাত্রীর আর্তনাদ বুক কাঁপিয়ে দেবে আপনার

আবারও চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! আলিগড়-দিল্লি হাইওয়েতে শর্ট সার্কিট থেকে আগুন, ৬০ যাত্রী কোনও রকমে বেঁচে গেলেও সব মালপত্র পুড়ে ছাই। কয়েকদিন আগেই লখনৌতেও ঘটেছিল এমনই ঘটনা।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আবারও চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। এবার আলিগড়-দিল্লি হাইওয়েতে চলন্ত একটি বাসে আগুন ধরে যায়। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন, সকলেই কোনও রকমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তাঁদের মালপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

bus fire

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। বাসটি কানপুর থেকে পানিপথ যাচ্ছিল।

প্রসঙ্গত, মাত্র ছ’দিন আগে লখনৌয়ের মোহনলালগঞ্জে চলন্ত বাসে আগুন লেগে দুই শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছিল। পরপর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।