এনসিপি-র নেতৃত্ব দেবেন অজিত পাওয়ার

দু'দিন আগে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধানের পদ থেকে প্রবীণ রাজনৈতিক নেতা শরদ পাওয়ারের চমকপ্রদ পদত্যাগকে ঘিরে শুরু হয়েছে চরম অস্থিরতা। সভাপতির পদে কে বসবে সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

author-image
SWETA MITRA
New Update
ajit pawar maha.jpg


 
নিজস্ব প্রতিনিধিঃ  শরদ পাওয়ার দল থেকে পদত্যাগ করার পরে অজিত পাওয়ার (Ajit Pawar) এনসিপির দায়িত্ব নিতে চলেছেন। দলের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, অজিত দীর্ঘদিন ধরে দলের সংগঠনকে লালন-পালন করে আসছেন এবং এনসিপি-র সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে।  

ncp.jpg

বারামতীর এক স্থানীয় এনসিপি কর্মী এএনএম নিউজকে জানান, "অজিত দাদা প্রতিটি জেলা ও অঞ্চলের দলীয় কর্মীদের নাম জানেন এবং স্থানীয় নেতৃত্বের সাথে নিয়মিত যোগাযোগ করেন। শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের কোনও জনপ্রিয়তা নেই এবং অজিতকে দলের দায়িত্ব নেওয়ার অনুমতি দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এটা না হলে এনসিপির ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।'

ad.jpg