/anm-bengali/media/media_files/6BG7CTERZNfY633R8h3S.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কর্ণাটকে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। আগামী ১০ মে রাজ্যে ভোট। আর ফলাফল বেরোবে ১৩ মে। ইতিমধ্যে আসন্ন এই ভোটকে পাখির চোখ করে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। অন্যদিকে দ্বিতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপিও (BJP)। রাজ্যে দলীয় নেতা কর্মীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী ময়দানে প্রচারের উদ্দেশ্যে খোদ ঝাঁপিয়ে পরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এসবের মাঝেই বড় সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। আজ সোমবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) বেঙ্গালুরুতে কর্ণাটক নির্বাচনের জন্য দলের ভিশন ডকুমেন্ট প্রকাশ করবেন।
BJP national president JP Nadda to release party vision document for Karnataka elections today in Bengaluru.
— ANI (@ANI) May 1, 2023
(File pic) pic.twitter.com/8NlpaGy0Sk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us