/anm-bengali/media/media_files/fIv70fVzMZbMcLdwoBVi.jpg)
অগ্নিমিত্রা পল - মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাড়ল ধৃতের সংখ্যা। তার ওপর এবারেও শাসক যোগ। বিধায়ক জীবন সাহার গ্রেফতারিতে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''নিয়োগ দুর্নীতিতে আবার এক তৃণমূল বিধায়ক গ্রেপ্তার। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পরে জীবন শাহা। মমতা সরকার মানেই দুর্নীতির সরকার। সংগঠিত লুট হয়েছে।মুখ্যমন্ত্রী চুপ কেন? জীবন শাহার কর্মকান্ড আপনি কিছুই জানতেন না। আরও বিধায়ক গ্রেপ্তার হবে আগামীদিনে।''
নিয়োগ দুর্নীতিতে আবার এক তৃণমূল বিধায়ক গ্রেপ্তার। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পরে জীবন শাহা। মমতা সরকার মানেই দুর্নীতির সরকার। সংগঠিত লুট হয়েছে।
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) April 17, 2023
মুখ্যমন্ত্রী চুপ কেন? জীবন শাহার কর্মকান্ড আপনি কিছুই জানতেন না। আরও বিধায়ক গ্রেপ্তার হবে আগামীদিনে।@MamataOfficial
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us