BREAKING: এবার ভাঙড়! বিস্ফোরণে উড়ে গেলো TMC কর্মীর বাড়ি

পশ্চিমবঙ্গে একটা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আরও এক আতঙ্ক এসে হাজির হচ্ছে। এবার আতঙ্কের কেন্দ্রে ভাঙড়। আবার এক বিস্ফোরণের সাক্ষী থাকলো বাংলা।

author-image
Anusmita Bhattacharya
23 May 2023
BREAKING: এবার ভাঙড়! বিস্ফোরণে উড়ে গেলো TMC কর্মীর বাড়ি

নিজস্ব সংবাদদাতাঃ দুবরাজপুরের পর এবার ভাঙড়। ঘটলো আরো এক বোমা বিস্ফোরণের ঘটনা। চালতাবেড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে এবার ঘটেছে বোমা বিস্ফোরণ। জানা গেছে যে বিস্ফোরণে আহত হয়েছেন এক মহিলা। বিস্ফোরণে উড়ে গেলো বাড়ির একাংশ। এগরা, বজবজের পর গতকাল চাঞ্চল্য ছড়ায় বীরভূমের দুবরাজপুরের বিস্ফোরণকে কেন্দ্র করে। সেখানে বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে এক মহিলা জ্ঞান হারিয়েছিলেন।