/anm-bengali/media/media_files/92tnS0bSI7Zmou6IINTO.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলনের জেরে গতকাল পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা।শেখ হাসিনা পদত্যাগ করার পর পড়তে শুরু করেছে বাংলাদেশের টাকার দাম। পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের কাছে মানি এক্সচেঞ্জেমূলত বাংলাদেশের মুদ্রা আদান-প্রদান হয়।
তবে বাংলাদেশে হাসিনা সরকারের পদত্যাগের পরই বাংলাদেশের মুদ্রার দাম পড়তে শুরু করেছে।
পূর্বে, বাংলাদেশের১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় ৭১ টাকা পাওয়া যেত। মঙ্গলবার বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ভারতীয় ৬৫ টাকা। অন্যদিকে গতকাল পর্যন্ত ভারতে ১০০ টাকার বিনিময়ে বাংলাদেশি ১৩৭ টাকা পাওয়া যাচ্ছিল। আজ তা হয়েছে বাংলাদেশি ১৪৫ টাকা।
বাংলাদেশের এই পরিস্থিতিতে স্থানীয় ব্যবসাতেও পতন ঘটেছে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে চাইছে সাধারণ মানুষ। সব মিলিয়েই সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us