New Update
/anm-bengali/media/media_files/vapfnm4QjiRM7ZyaGT7u.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শেষ হল বৈঠক। অবশেষে আজ বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে বৈঠকের পর কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার (DK Shivkumar) দিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পৌঁছেছেন। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ডি কে শিবকুমার নাকি সিদ্দারামাইয়া? কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও অবধি কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। দিল্লিতে দলীয় শীর্ষ নেতৃত্বের দফায় দফায় বৈঠকের পরেও ঠিক করা যাচ্ছে না মুখ্যমন্ত্রীর প্রার্থী। গতকালের পর আজ বুধবারেও দফায় দফায় বৈঠক করছে কংগ্রেস নেতৃত্ব।
#WATCH | After meeting the party leader Rahul Gandhi, Karnataka Congress president DK Shivakaumar arrives at the residence of party president Mallikarjun Kharge, in Delhi pic.twitter.com/HaIQPsngfM
— ANI (@ANI) May 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us