দুর্ঘটনা! ২ বছরের শিশু সমেত প্রাণ গেল বাবা-মায়েরও

স্থানীয় সূত্রে খবর, বাইকটি কোলাঘাটের দিক থেকে রামতারকের দিকে যাচ্ছিলো। বাইকে স্বামী স্ত্রী ও ২ বছরের শিশু ছিলো।

author-image
Pallabi Sanyal
New Update
accident 1

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মর্মান্তিক পথদু র্ঘটনা ঘটলো। কোলাঘাট উপনগরী এফ টাইপ মোড়ে স্টেট বাসের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। স্থানীয় সূত্রে খবর,  বাইকটি কোলাঘাটের দিক থেকে রামতারকের দিকে যাচ্ছিলো। বাইকে স্বামী স্ত্রী ও ২ বছরের শিশু ছিলো। নিহতরা হলেন সুদীপ কালসা, ও তার স্ত্রী ও তাদের ২ বছরের বাচ্চা।বাড়ি তমলুক থানার হোগলবেড়িয়া গ্রামে।