New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যাদবপুর বাঁচাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। অনুমতি নেই এমনটা বলে এবিভিপির মিছিলে দফায় দফায় বাধা দিল পুলিশ। ফলে সৃষ্টি হল তুলকালাম পরিস্থিতির। শুরুতেই এবিভিপির মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ। এবিভিপির কর্মী-সমর্থকদের চ্যাংদোলা করে আটক করে বাসে তুলেছে পুলিশ। সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক এবং যাদবপুর মোড়ে পুলিশি ধরপাকড়।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us