ভোটে সন্ত্রাস! যা বললেন অভিষেক..

ভোটে বেলাগাম সন্ত্রাসের ছবি ধরা পড়ছে জেলায় জেলায়। এদিকে শাসকদলের কথায়, ভোট এবার শান্তিপূর্ণ হয়েছে। কমিশনও মানতে চাইছে না মৃত্যুর সংখ্যা। দিকে দিকে জ্বলছে আগুন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
abhishek ed.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নামমাত্র সন্ত্রাস! ভোট এবার শান্তিপূর্ণ! বরাবরই শাসকদলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা এমনটাই বলেছেন। ভোটে সন্ত্রাস নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''এবার বিরোধীরা ১০০ শতাংশ মনোনয়ন জমা দিয়েছে যা আগে হয়নি।৯৮ টি জায়গায় তৃণমূল জিতেছে। শান্তিতে ভোট হয়েছে এবার। ৬০ হাজার বুথের মধ্যে ৬০ টিতে কিছু ঘটনা ঘটেছে। আমি বলেছিলাম তৃণমূলের ভোট বাড়বে। বিজেপির কুৎসার পরেও তৃণমূলের ভোট বেড়েছে।''