BREAKING: আমাকে গ্রেফতার করো! সিবিআইকে চ্যালেঞ্জ অভিষেকের

নবজোয়ার যাত্রার মাঝে পড়ল ছেদ। যাত্রা থামিয়ে কলকাতায় যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর কারণ সিবিআইয়ের নোটিশ। আগামীকাল তাঁর হাজিরা দেওয়ার কথা।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishekbankura

নিজস্ব সংবাদদাতা: সিবিআই আজ নোটিশ পাঠিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কাল সকালে হাজিরা দিতে হবে তাঁকে। তাই আজই কলকাতায় ফিরবেন তিনি। যাওয়ার আগে খোলা আকাশের নিচে জনসমাগমের মাঝে করলেন বড় ঘোষণা। 'লড়াই করছি, আগামী দিনে বুঝে নেব। আজ কলকাতায় ফিরছি, কাল সিবিআইয়ের মুখোমুখি হব। সারদা, নারদ, গরু, কয়লায় পারেনি, এখন এসএসসি। সিবিআইকে চ্যালেঞ্জ করছি আমি যদি দোষী হই আমাকে গ্রেফতার করো। আইনি পরামর্শ চাইলাম, এরা চাইছে নবজোয়ার থমকে যাক। বাবা-মা, দলনেত্রীর কাছে মাথা নত করব, দিল্লির কাছে নয়। দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না', হুঁশিয়ারি অভিষেকের। ২২ মে থেকে ফের নবজোয়ার যাত্রা করবেন তিনি।