৬ দিন রাস্তায় কাটিয়ে দেখান, সুকান্তর গড়ে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের

হরিরামপুরের সভা থেকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্তবাবু সাংসদ হওয়ার পর এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেননি বলে সুর চড়িয়েছেন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
abhishek sukanta

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা :  ঘর ছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে দলের নতুন কর্মসূচি নবজোয়ার যাত্রা। এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন অভিষেক। মঙ্গলবার উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে পৌঁছিয়েছেন তিনি। হরিরামপুরের সভা থেকে সরাসরি নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। সুকান্তর সাংসদ এলাকায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন যে সুকান্তবাবু সাংসদ হওয়ার পর এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। এমনকি একটা বৈঠকও করেননি বলে সুর চড়িয়েছেন অভিষেক। তার কথায়, ''আমি ৬০ দিন ঘর, পরিবার, সংসার ছেড়ে রাস্তায় থাকব। সুকান্তবাবু ৬ দিন রাস্তায় রাত কাটিয়ে দেখান। দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা এলাকায় একদিন করে থাকুন।'' অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য এলাকার মানুষের মতামত জানতে গণভোট করছে তৃণমূল। সে বিষয়ে  সুর চড়়িয়ে অভিষেক বলেন, ''কোনও রাজনৈতিক দল এভাবে মানুষের কাছে প্রার্থীর নাম জানতে আসেনি। আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি কি এসেছে? আমি নিজে না এসে অন্য কাউকে পাঠাতে পারতাম। কিন্তু, আমি তা করিনি। নিজে এসেছি। মানুষের মতামত নিয়েই আগামী পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবে তৃণমূল।''





ad.jpg