New Update
/anm-bengali/media/media_files/vhOQu5RQKHZa2ngqrFL8.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সমাবেশে হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল ছাত্র পরিষদের সর্বকালীন রেকর্ড জমায়েত, আপ্লুত হয়ে দাবি করলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'সকলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পঞ্চায়েত গড়েছি। দেড় লক্ষ মনোনয়ন জমা দিয়েছে বিজেপিরা। নজিরবিহীন মনোনয়ন জমা পড়েছে', সভা থেকে দাবি করলেন অভিষেক।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us