BREAKING: এবার গ্রেফতার অমিত শাহর ছেলে! বোমা ফাটালেন অভিষেক

এবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বীরভূমে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে গরু পাচার নিয়ে আক্রমণ করলেন বিজেপিকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek adhir

নিজস্ব সংবাদদাতা: অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচি। বিজেপিকে (BJP) সোজা আক্রমণ করলেন অভিষেক। বলেন, 'বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে'। 'সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফতার করেছে', ক্ষোভ প্রকাশ করে বললেন অভিষেক। 'শাহর (Amit Shah) ছেলের সম্পত্তি ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে, তাঁকে গ্রেফতার নয় কেন?' প্রশ্ন অভিষেকের। দাবি করলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও পা এখনো মাটিতেই আছে।