বাংলার টাকা আটকে রেখে মন কি বাত করছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ অভিষেকের

রবিবার 'মন কি বাত'-এর ১০০তম সংস্করণে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

author-image
SWETA MITRA
New Update
modi abhishek.jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে তিনি বলেন, 'মানুষের ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী মন কি বাতের ১০০ তম পর্ব করছেন। গায়ের জোরে বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। নিজের দফতরে থাকলেও আমাদের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং।' এদিন দিল্লিতে গিয়ে আন্দোলনের হুঙ্কার দিয়েছেন সাংসদ অভিষেক।    

ad.jpg