নিয়োগ স্ক্যাম: মানিক ভট্টাচার্য সহযোগিতা করছে না! মুখ খুলল CBI

রাজ্যে নিয়োগ দুর্নীতির মামলার জাল বহুদূর ছড়িয়ে গেছে। তাতেই গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। এবার মানিকের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল সিবিআই।

manik1

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য সহযোগিতা করছে না, আদালতে এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 'একাধিকবার জিজ্ঞাসা করেছি', জানালেন তদন্তকারী আধিকারিকরা। 'সিবিআই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না, এই নির্দেশ প্রত্যাহারের কোনও আবেদন জানিয়েছেন?' সিবিআইকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'সম্ভবত না। তবে আমি সম্পূর্ণ তথ্য নিয়ে আদালতে জানাব', বললেন সিবিআই এর আইনজীবী। তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, 'আপনারা কি মানিক ভট্টাচার্যের সঙ্গে আছেন? ওএমআর শিট নষ্ট করা নিয়ে মানিককে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন?'