ফের জ্বলছে মণিপুর

সোমবার নতুন করে মণিপুরের (Manipur) ইম্ফল অশান্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, এদিন নিউ ল্যাম্বুলানে এলাকায় পরিত্যক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী।

author-image
SWETA MITRA
New Update
manipur.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার নতুন করে মণিপুরের (Manipur)ইম্ফল অশান্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, এদিননিউল্যাম্বুলানেএলাকায়পরিত্যক্তবাড়িতেআগুনধরিয়েদেয় কয়েকজন দুষ্কৃতী।ঘটনাস্থলেনিরাপত্তাকর্মীরা ও দমকলবাহিনী। দ্রুত গতিতে চলছে আগুন নেভানোর কাজ।

স্থানীয়রা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয়ব্যক্তিরাচারটিবাড়িতেআগুনধরিয়েদিয়েছে।এখনওপর্যন্তকোনওহতাহতেরখবরপাওয়াযায়নি।ঘটনাস্থলে ইতিমধ্যে সেনা, আসামরাইফেলসএবংমণিপুরপুলিশকেমোতায়েনকরাহয়েছে।এলাকায়আবারওউত্তেজনাদেখাদিয়েছে। দেখুন ভিডিও...