'পুলিশ এবং প্রধানমন্ত্রীকে ধিক্কার'! দেখুন ভিডিও

দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা দিল্লি আবগারী মামলায় কারাবন্দি মণীশ সিসোদিয়ার সঙ্গে দুর্ব্যবহার পুলিশের! ভিডিও ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লি পুলিশকে ধিক্কার জানালো আম আদমি পার্টি।

author-image
Pallabi Sanyal
New Update
12

 

নিজস্ব সংবাদদাতা :  দিল্লির  উপ মুখ্যমন্ত্রী তথা দিল্লি আবগারী মামলায় কারাবন্দি মণীশ সিসোদিয়ার সঙ্গে দুর্ব্যবহার পুলিশের! ভিডিও ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লি পুলিশকে ধিক্কার জানালো আম আদমি পার্টি। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গে পৌঁছনোর আগেই জোর তরজা শুরু হয়েছে ভিডিওকে কেন্দ্র করে।  যদিও দিল্লি পুলিশের দাবি, ভিডিওর অপপ্রচার করা হচ্ছে। হেনস্থার কোনো ঘটনাই ঘটেনি। বরং মণীশ সিসোদিয়া যা করেছেন তা বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন করা যায় না।  মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে যাওয়া হয় মণীশ সিসোদিয়াকে। তাকে কেন্দ্র করে ছিল পুলিশের বেষ্টনী। ছিলেন রিপোর্টাররাও। রিপোর্টারদের প্রশ্নের উত্তরে মণীশ সিসোদিয়াকে বক্তব্য রাখতেও দেখা যায়।  যা আইনত করা যায় না বলে জানানো হয় পুলিশের তরফে। মণীশ সিসোদিয়াকে সরিয়ে নিয়ে যেতে পুলিশ তাকে জড়িয়ে ধরে। এদিকে, আপের দাবি, পুলিশ মণীশ সিসোদিয়ার ঘাড়ে হাত দিয়েছেন। তার সঙ্গে অভব্য আচরণ করার জন্য পুলিশের কাছে উচ্চ মহলের কোনো নির্দেশ ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পুলিশের অধিকার নিয়েও সুর চড়িয়েছেন তিনি।   মণীশ সিসোদিয়াকে জড়িয়ে ধরা পুলিশ কর্মীকে সাসপেন্ড করার দাবিও তোলা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে।