নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দিল্লির ওয়াজিরাবাদ থানার মালখানায় ভয়ঙ্কর আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছেছে।
/anm-bengali/media/media_files/hfUgUOTK0efTJVBTIJpb.jpg)
দমকল বাহিনী যথাসম্ভব আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)