New Update
/anm-bengali/media/media_files/mUcvgli9qzBHKLJRvb1l.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার সাত সকালে ফের একবার কাশ্মীর উপত্যকায় শুরু হল এনকাউন্টার (Encounter) পর্ব। রাজৌরি (Rajouri)-র কান্দি এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে বলে জানিয়েছেন জম্মুর এডিজিপি মুকেশ সিং। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে কান্দি থানার কেশরী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এদিকে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।
An encounter has started in the Kandi area of Rajouri: ADGP Jammu, Mukesh Singh
— ANI (@ANI) May 5, 2023
(file pic) pic.twitter.com/nup1TqAIuN
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us