/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার মর্মান্তিক পরিণতি হল এক কংগ্রেস (Congress) কর্মীর। জানা গিয়েছে, কর্ণাটকের বেঙ্গালুরুর চৌদেশ্বরী নগরে রবি ওরফে মাটিরাভি (৪২) নামে এক কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে নন্দিনী লেআউট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং যারা এই ঘটনার পেছনে রয়েছে তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, কংগ্রেস কর্মী রবির মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের তরফে পুলিশ জানতে পেরেছে যে দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল। ৫ জন ব্যক্তি ছিল বাইকে, তাঁরাই ওই কংগ্রেস কর্মীকে এহেন নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কংগ্রেস কর্মী রবির দেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
Karnataka | A Congress worker, 42-year-old Ravi alias Matthiravi (42) murdered in Chowdeshwari Nagar, Bengaluru. Case registered at Nandini Layout Police Station and efforts are underway to nab the victims. He was hit on his head with a stone that led to his head. The crime was…
— ANI (@ANI) May 25, 2023