পাথর দিয়ে শাসক দলের কর্মীর মাথা থেঁতলে খুন!

এবার মর্মান্তিক পরিণতি হল এক কংগ্রেস (Congress) কর্মীর। জানা গিয়েছে, কর্ণাটকের বেঙ্গালুরুর চৌদেশ্বরী নগরে রবি ওরফে মাটিরাভি (৪২) নামে এক কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ এবার মর্মান্তিক পরিণতি হল এক কংগ্রেস (Congress) কর্মীর। জানা গিয়েছে, কর্ণাটকেরবেঙ্গালুরুরচৌদেশ্বরীনগরেরবিওরফেমাটিরাভি (৪২) নামেএককংগ্রেসকর্মীকেখুনকরাহয়েছে। ইতিমধ্যে এই বিষয়েনন্দিনীলেআউটথানায়মামলাদায়েরকরাহয়েছেএবংযারা এই ঘটনার পেছনে রয়েছে তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, কংগ্রেস কর্মী রবির মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের তরফে পুলিশ জানতে পেরেছে যে দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল। ৫ জন ব্যক্তি ছিল বাইকে, তাঁরাই ওই কংগ্রেস কর্মীকে এহেন নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কংগ্রেস কর্মী রবির দেহ ময়নাতদন্তেরজন্যভিক্টোরিয়াহাসপাতালেপাঠানোহয়েছে।