New Update
/anm-bengali/media/media_files/Q9mKTwvmj0xccMEXCGxA.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মহারাষ্ট্রে। পুনে থেকে বেঙ্গালুরু হাইওয়ের দারি ব্রিজের কাছে আচমকাই একটি গাড়িতে আগুন লেগে যায়। পুনের ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে ওই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই মহারাষ্ট্রে একটি গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। লাগাতার এই ঘটনার জেরে বেশ চিন্তায় পড়তে হচ্ছে প্রশাসনকে।
Maharashtra | A car caught fire on Pune-Bengaluru highway near Dari Bridge. No casualties & injuries: Pune Fire Department pic.twitter.com/9FNFFNQgSN
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us