পোস্তা, মাঝেরহাটের পর আরও এক ব্রিজ বিপর্যয়! প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

পোস্তা, মাঝেরহাটের স্মৃতি ফিরল তমলুকে। আজ বুধবার তমলুকে ভেঙে পড়েছে একটি ব্রিজ। সূত্রের খবর, ধ্বংসস্তুপের মধ্যে ২ জন আটকে আছেন বলে খবর। মেরামতির সময় এদিন এই ব্রিজ ভেঙে পড়ে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ এবার পোস্তা, মাঝেরহাটের স্মৃতি ফিরল তমলুকে (Tamluk)। আজ বুধবার তমলুকে ভেঙে পড়েছে একটি ব্রিজ (Bridge Collapsed)। সূত্রের খবর, ধ্বংসস্তুপের মধ্যে ২ জন আটকে আছেন বলে খবর। মেরামতির সময় এদিন এই ব্রিজ ভেঙে পড়ে। রাজ্যে এহেন বারবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ব্রিজ দুর্ঘটনা ঠেকাতে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রশাসন সেই নিয়ে ইতিমধ্যে মানুষ প্রশ্ন তুলেছেন। জানা গিয়েছে, তাম্প্রলিপ্ত পৌরসভার অঞ্চলে দীর্ঘ এক সপ্তাহ ধরে ব্রিজ সংস্কারের কাজ চলছিল। যদিও এই কাজে গড়িমসি ছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।  এমনকি ব্রিজ সারাইয়ের পদ্ধতি নিয়েও সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন।