/anm-bengali/media/media_files/7w8tUJUrS1jOYkA7qBU7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফলতায় এক বিজেপি (BJP) কর্মীকে মারধরের ঘটনা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ‘ফলতার বিজেপি কর্মী রাজু মিস্ত্রিকে বিলাস মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল, আলতাব হোসেন নামের তৃণমূলের অপরাধীরা নৃশংসভাবে নির্যাতন করেছে। এরা তৃণমূল পঞ্চায়েত প্রধান এস কে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহযোগী। এই বিষয়ে আমি জাতীয় তফসিলি জাতি কমিশন দৃষ্টি আকর্ষণ করতে চাই । দ্রুত যেন এহেন নৃশংসতার বিরুদ্ধে জরুরি ও কঠোর ব্যবস্থা নেওয়া এবং এই বিজেপি কর্মীদের ন্যায়বিচার দেওয়ার আবেদন জানাচ্ছি।‘
REAL DIAMOND HARBOR MODEL
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) May 25, 2023
Bjp worker Raju Mistry of Falta has been brutally tortured by TMC criminals called Bilas Mondal, Buddhadeb Mondal ,Altab Hossain(as told by victim)who are close aides of TMC panchayat Pradhan Sk Jahangir after he was abducted to Falta TMC office
Would pic.twitter.com/2HEVTcXxI0