তৃণমূলের বিরুদ্ধে BJP কর্মীর সঙ্গে নৃশংসতার অভিযোগ বিধায়কের

ফলতায় এক বিজেপি (BJP) কর্মীকে মারধরের ঘটনা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এই ঘটনায় বিধায়ক জাতীয় তফসিলি জাতি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

author-image
SWETA MITRA
New Update
bjp tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফলতায় এক বিজেপি (BJP) কর্মীকে মারধরের ঘটনা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ফলতারবিজেপিকর্মীরাজুমিস্ত্রিকেবিলাসমণ্ডল, বুদ্ধদেবমণ্ডল, আলতাবহোসেননামেরতৃণমূলেরঅপরাধীরানৃশংসভাবেনির্যাতনকরেছে। এরাতৃণমূলপঞ্চায়েত প্রধানএসকেজাহাঙ্গীরেরঘনিষ্ঠসহযোগী।এই বিষয়ে আমি জাতীয় তফসিলি জাতি কমিশন দৃষ্টি আকর্ষণকরতেচাই। দ্রুত যেন এহেননৃশংসতারবিরুদ্ধেজরুরিকঠোরব্যবস্থানেওয়াএবংএইবিজেপিকর্মীদেরন্যায়বিচারদেওয়ার আবেদন জানাচ্ছি।‘