ফের বড়সড় মাওবাদী হামলা! IED বিস্ফোরণে প্রাণ গেল শিশুর

চাইবাসা পুলিশের তরফে জানানো হয়েছে, মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর ক্ষতি সাধনের লক্ষ্যেই আইইডি স্থাপন করেছিল। কিন্তু মাওবাদীদের তরফে স্থাপন করা আইইডির জেরে এক শিশুর মৃত্যু ঘটেছে। এহেন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
SWETA MITRA
New Update
dead.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার আইইডি বিস্ফোরণ (IED Blast) হল ঝাড়খণ্ডে | এই আইইডি বিস্ফোরণের ফলে এক ১০ বছরের শিশুর মৃত্যু হল। জানা গিয়েছে, আজ শুক্রবারচাইবাসারটন্টোথানাএলাকায়আইইডিবিস্ফোরণে১০বছরেরএকশিশুরমৃত্যুহয়েছে।চাইবাসা পুলিশের তরফে জানানো হয়েছে, মাওবাদীরা নিরাপত্তাবাহিনীরক্ষতিসাধনেরলক্ষ্যেইআইইডিস্থাপনকরেছিল। কিন্তুমাওবাদীদের তরফে স্থাপন করা আইইডির জেরে এক শিশুর মৃত্যু ঘটেছে। এহেন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।