/anm-bengali/media/media_files/2025/05/13/fjivkeEakcy3o0cZmpQR.jpg)
নিজস্ব সংবাদদাতা : ট্রাম্প প্রশাসনের অধীনে ৫৯ জন শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানকে শরণার্থী হিসেবে আমেরিকায় আশ্রয় দেওয়া হয়েছে। সোমবার তারা ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাদেরকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাউ এবং হোমল্যান্ড সিকিউরিটির ডেপুটি সেক্রেটারি ট্রয় এডগার।
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
ল্যান্ডাউ শরণার্থীদের বলেন, “আপনারা যেসব কষ্ট সহ্য করেছেন, আমরা সেটা সম্মান করি। আশা করি, এখানে এসে আপনারা ভাল করতে পারবেন।” তিনি উল্লেখ করেন, তাদের মধ্যে অনেকেই কৃষক, যারা নতুন দেশে নতুন জীবন শুরু করবেন।
ট্রাম্প প্রশাসন আফ্রিকানদের শরণার্থী হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া দ্রুততর করেছে, তবে এর ফলে অন্যান্য শরণার্থীদের পুনর্বাসন কার্যক্রম বন্ধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, এসব ব্যক্তি শরণার্থী হিসাবে বিবেচিত হওয়া উচিত নয়।
এদিকে, শরণার্থী সংস্থা "রিফিউজিজ ইন্টারন্যাশনাল"-এর প্রধান জেরেমি কনিন্দিক ট্রাম্পের নীতিকে "জাতিগতভাবে বৈষম্যমূলক" বলে অভিহিত করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us