/anm-bengali/media/media_files/8mTBhltGSTK9XOE2MWf3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভাড়া বৃদ্ধি নিয়ে এবার পথে নামলো বেসরকারী বাস ইউনিয়ন। জানা গেছে , পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভাড়া বৃদ্ধির বিষয়টি উত্থাপন করতে ৫ টি বেসরকারী বাস ইউনিয়ন একত্রিত হয়েছে। এই বাস ইউনিয়ন গুলি ভাড়া বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর অবিলম্বে হস্তক্ষেপ চেয়েছে। উল্লেখ্য , সর্বশেষ ভাড়া পুনর্বিবেচনা করা হয়েছিল ২০১৮ সালে।
জানা গেছে পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউবিবিএমওএ), জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট (জেসিবিএস), বেঙ্গল বাস সিন্ডিকেট (বিবিএস), মিনিবাস ওনার্স কো-অর্ডিনেশন কমিটি (এমওসিসি), ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন (আইআরবিএস) ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পথে নেমেছে।