নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের (Ukraine) দোনেৎস্কের (Donetsk) গভর্নর জানিয়েছেন, বৃহস্পতিবার ফের রাশিয়া (Russia) পূর্ব দোনেৎস্ক অঞ্চলে হামলা চালায়। এই হামলার জেরে প্রাণ হারিয়েছেন ৫ জন। দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন রাশিয়া একটি কিন্ডারগার্টেন, প্রাইভেট হাউজ ও বহুতল ভবনে হামলা চালায়। এই হামলার জেরে আহত হয়েছেন ৮জন।