প্রাণ বাঁচিয়ে দেশে ফিরলেন ৩৬৫ জন

সুদানে লাগাতার চলছে ভয়াবহ সংঘর্ষ । সেই সংঘর্ষ থেকে ভারতীয়দের রক্ষা করতে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার । শনিবার সুদান থেকে দেশে ফিরলেন ৩৬৫ জন ভারতীয় ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
sudan india

নিজস্ব সংবাদদাতা: ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন যে , সুদান থেকে ৩৬৫জনকে নয়াদিল্লিতে আনা হয়েছে।  তাঁদের স্বাগত জানিয়ে টুইটারে ভারতের বিদেশমন্ত্রী বলেন, 'নিজের বাসিন্দাদের  স্বাগত জানাচ্ছে ভারত। অপারেশন কাবেরীর আওতায় চতুর্থ বিমান নয়াদিল্লিতে পৌঁছাল আজ। সেই বিমানে  ৩৬৫ জন  ভারতীয় নিজেদের মাতৃভূমিতে ফিরলেন।'

 

 

সুদানে লাগাতার সংঘর্ষ থেকে দেশের মানুষদের রক্ষা করতে 'অপারেশন কাবেরী' মিশন চালু করেছে কেন্দ্রীয় সরকার। দ্রুত দেশে ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।  সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, তার জেরে আফ্রিকার দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য 'অপারেশন কাবেরী' শুরু করেছে নয়াদিল্লি।